সংক্ষিপ্ত সংবাদ
অস্ত্র-গুলি উদ্ধার
খুলনা ব্যুরো
খুলনায় গতকাল ভোরে এক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে এ অভিযান পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ ও সেনাবহিনী। কেএমপির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে একটি রাইফেল, ১৩ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ৪টি রাইফেলের গুলির সামনের অংশ, একটি রিভলবার, ২০ রাউন্ড গুলি, ২টি গুলির চার্জার, ১টি পিস্তলের কভার, বেশ কয়েকটি ভারতীয় রুপিসহ আরো বেশকিছু জিনিস উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইয়ের গোমস্তাপুরে পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকা থেকে গতকাল অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার এসআই আজিম আহমেদ জানান, মঙ্গলবার বিকেলে মরদেহটি আমবাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে।
অটোভ্যান বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মধ্যে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন এলাকার পাঁচ ব্যক্তির মধ্যে এসব ভ্যান বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফা হক। সভাপতিত্ব করেন ইউএনও শাহরুখ খান।
যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৫ বোতল ফেন্সিডিলসহ মনিরুজ্জামান নামে এক যুবককে গতকাল সকালে সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মনিরুজ্জামান নরসিংদীর রায়পুরা উপজেলার নোয়াবপুর গ্রামের বাসিন্দা। সরাইল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
কর্মশালা
পটুয়াখালী প্রতিনিধি
পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক নেটওয়ার্কিং এবং সহযোগিতার কাঠামো তৈরি করতে মিডিয়াকর্মীদের সঙ্গে রাইট-টু-গ্রো প্রকল্পের এক কর্মশালা হয়েছে। গতকাল সকালে এসডিএর আয়োজনে প্রশিক্ষণ হলরুমে এই কর্মশালা হয়। পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রাইট-টু-গ্রো প্রকল্প এসডিএর প্রোগ্রাম ম্যানেজার সৈকত মজুমদার।
ইউএনওর মতবিনিময়
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জে ছাতক প্রেসক্লাব নেতাদের সঙ্গে গতকাল মতবিনিময়ে করেছন নতুন ইউএনও তরিকুল ইসলাম। মতবিনিময়কালে তিনি সবার সহযোগিতা চান। উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক প্রমুখ।
বীজ-সার বিতরণ
পলাশবাড়ী প্রতিনিধি
পলাশবাড়ীতে রবি মৌসুমে শাকসবজি, বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওয়তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে ৮টি ইউনিয়নের ২ হাজার ৮৪০ জনের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ইউএনও কামরুল হাসান।
ওসির মতবিনিময়
ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী থানার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ওসি একেএম খন্দকার মহিববুল। গতকাল সকালে ওসি (তদন্ত) মো. সাদিকের সভাপত্বিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথির বক্তব্য দেন ওসি খন্দকার মহিববুল। এ সময় ফুলবাড়ীর প্রায় ৫০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
"