হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে চট্টগ্রাম নাজিরহাট রেল লাইনের খন্ডইল্লের ঘাটা এলাকার মীর মাহাবুবিয়া দরবার শরীফ জামে মসজিদ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নাজিরহাট থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন উল্লেখিত স্থান অতিক্রম করার সময় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে খন্ড বিখন্ড হয়ে যায়। পরে সকাল দশটার দিকে একইরুটে ছেড়ে আসা ট্রেনে পুনরায় লাশটি কাটা পড়ে। স্থানীয়রা দেখে পুলিশকে অবহিত করলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশটি কয়েক খন্ডে বিভক্ত হয়ে পড়ায় স্থানীয় কেউ লাশটি শনাক্ত করতে না পারায় পুলিশ ওই ওয়ার্ডের মেম্বার কে এলাকার মসজিদে পরিচয় সনাক্তে সহযোগিতার করার আহ্বান জানাতে পরামর্শ দেন।
ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান।
ষোলশহর রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক আবু জাফর ঘটনার বলেন, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
"