গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গোবিন্দগঞ্জ
সাবেক এমপিসহ আ.লীগের ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে সাবেক এমপি, সাবেক ২ উপজেলা চেয়ারম্যান এবং সাবেক ২ পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র অফিসে ২ বছর আগে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের আখতার হোসেনের ছেলে পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন বাদী হয়ে গত ৭ নভেম্বর রাতে গোবিন্দগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, সাবেক পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সরকার, সাবেক পৌর মেয়র মুকিতুর রহমান রাফিসহ আওয়ামী লীগের ৮৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর মন্ডল ও আব্দুল হান্নান আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল, শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, সাবেক চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসরাম রতন, সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান রিপন ও জাহাঙ্গীর আলম জাফু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু ৮৯ জনকে মামলার আসামি করা হয়েছে।
"