শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা
মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উদ্দিন একই এলাকার মৃত দেলোয়ারের ছেলে ও অভিযুক্ত স্বপন মোল্লা ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত রবিবার সন্ধ্যায় গুয়াতলা এলাকার ‘তারা জামে মসজিদ’-এ মাগরিবের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন মুদি দোকানি আশরাফ উদ্দিন। আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী স্বপন মোল্লা লাঠিশোঠা নিয়ে আশরাফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশরাফকে পিটিয়ে গুরুতর আহত করে স্বপন। মুদি দোকানির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত স্বপন মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় আশরাফকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন শিবচর থানা পুলিশ।
স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশরাফের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী স্বপন মোল্লার। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত স্বপন মোল্লা।
শিবচর থানার ওসি মোক্তার হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
"