গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ

সিন্ডিকেটের কবলে নিত্যপণ্যের বাজার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেড়েছে চাল, আলু, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। তবে বিভিন্ন সবজির দাম কিছুটা কমলেও নতুন আলু, সীম, কপির দাম আকাশ ছোঁয়া। মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কবল থেকে বাজার নিয়ন্ত্রন করা হচ্ছেনা দাবি ভূক্তভোগীদের।

জানা গেছে, নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ব্ইারে চলে গেছে সকল নিত্যপণ্য। সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এদিকে সরকারি নির্দেশনা দেওয়া হলেও অধিকাংশ দোকানেই মূল্য তালিকার চার্ট ঝোলানো হয়নি। কেউ কেউ ঝোলালেও তাতে দ্রব্যমূল্য লেখা নেই, আবার লেখা থাকলেও দাম নেয়া হচ্ছে বেশি। ভোক্তা অধিকার ও প্রশাসনের তেমন কোন তদারকি না থাকায় এসব অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো নিত্যপণ্যের দাম হাঁকছে এবং বিক্রি করছে। সিন্ডিকেটের কারণে ক্রেতাদেরকেও বাধ্য হয়ে কিনতে হচ্ছে। সংশ্লিষ্টদের সুষ্ট তদারকির অভাবে টাকা লুটে নিচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরা।

গতকাল সোমবার সরেজমিনে পৌরশহরের গোলাপবাগ হাট-বাজারে দেখা গেছে, এক সপÍাহের ব্যবধানে চাল ৫০ কেজির প্রতি বস্তা ৪০০ টাকা বেড়ে ৩ হাজার টাকা, আলুর মূল্য প্রতি কেজি ১০ টাকা বেড়ে ৭০-৭৫ টাকা, পেঁয়াজের দাম প্রতি কেজি ৩০ টাকা বেড়ে ১৪০-১৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১৫ টাকা বেড়ে ২০০ টাকা হয়েছে। বেগুন, পটল, মুলা, লাউ, পেঁপেসহ কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও নতুন আলু, সীম, কপির দাম আকাশ ছোঁয়া।

এ ছাড়া আদা, রসুন, শশা, মিষ্টি কুমড়া, টমেটোসহ বিভিন্ন্ শাক সবজির সরবরাহ থাকলেও দাম অনেক চড়া।

রিকশাচালক দুর্গাপুর গ্রামের ভুট্টা মিয়া বলেন, ‘বাজারে সবকিছুর দাম যে হারে বাড়ছে- তাতে বুঝি বউ-ছোল নিয়ে বাচাই যাবেনা। রিকশা চালিয়ে যে কামাই হয় তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে’।

গোলাপবাগ বাজারের খুচরা ব্যবসায়ী রহমত মিয়া বলেন, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তাই কেজিতে ৫-১০ টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলেও জানান খুচরা ব্যবসায়ী রহমত মিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close