প্রতিদিনের সংবাদ ডেস্ক
নাটোর-কমলগঞ্জ ধামইরহাট
দুদিনে আ.লীগের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার
নাটোরে বিশেষ অভিযানে ৩৩, নওগাঁর ধামইরহাটে বিস্ফোরণ মামলায় দুই এবং মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামী লীগের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ও গতকাল তাদের গ্রেপ্তার করা হয়।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে পাওয়া তথ্য মতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, গোয়েন্দা তথ্যমতে আওয়ামী লীগের একটি চক্র সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে তৎপর হয়েছে। অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি ভূঁইয়া ও বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেকও রয়েছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হবে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, গত শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বিস্ফোরক মামলায় ফের দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন- জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম। অপর আসামি উমার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস।
জানা গেছে, গত অক্টোবর মাসে উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনার প্রেক্ষিতে জোতরাম এলাকার রাজু হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় ২৬ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় জড়িত আরো ৪ জনকে পূর্বে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, বিস্ফোরক আইনে আসামিদের গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, গতকাল রবিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের বিরুদ্ধে থানায় ছাত্র বৈষম্যের মামলা রয়েছে। আব্দুল হান্নানকে রবিবার বিকেলেই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
"