রংপুর ব্যুরো

  ১১ নভেম্বর, ২০২৪

আ.লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ

মুজিববাদী চেতনার সমূলে উচ্ছেদ, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর লালবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও লালবাগে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান আহমেদ, মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, ইমতিয়াজ আহমেদসহ অন্যরা। বক্তারা বলেন, আওয়ামী লীগ ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে রাজপথ ভিজিয়েছে। সে রাজপথ এখনও ভেজা। আওয়ামী লীগকে দমন করতে প্রয়োজন হলে আবারও সাঈদ-মুগ্ধরা জন্ম নেবে। খুব হাস্যখর বিষয় হলো, স্বৈরাচার, আরেক স্বৈরাচার দমন করার অন্যতম নায়ক নুর হোসেনের নাম ভাঙিয়ে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করার জন্য নেতাকর্মীদের গুলিস্তান জিরো পয়েন্টে আসার কথা বলে। এরচেয়ে হাস্যকর কিছু হতে পারে না।

বক্তারা বলেন, গণহত্যারকারী শেখ হাসিনা নাকি দেশে ফিরবে। নেতাকর্মীরা বলছে আপা ডাক দিলেই নাকি তারা মাঠে নামবে। কোথায় আপা! আপা তো ভারতে। আওয়ামী লীগ মনে করে বাংলাদেশ তাদের, আর জাতীয়পার্টি মনে করে রংপুর তাদের। আমরা বলতে চাই তারা বোকার স্বর্গে বাস করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close