আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আক্কেলপুরে ধানের গাদায় আগুন
জয়পুরহাটের আক্কেলপুরে রাতের আঁধারে আবু সিদ্দিক নামের এক কৃষকের ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান পুড়ে গেছে। তবে কে বা কারা ফসলের সঙ্গে এমন কাণ্ড করেছে তা জানা যায়নি।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান পরিপক্ব হলে শুক্রবার বিকালে ছয়জন শ্রমিক দিয়ে ধানগুলো কেটে কানচপাড়া গ্রামের সড়কের পাশে রাখেন। ওইদিন সন্ধ্যায় ধানগুলো রেখে বাড়িতে চলে আসেন। কৃষক আবু সিদ্দিক বলেন, ধার দেনা করে অন্যের জমি পত্তন নিয়ে আমি আমন ধান চাষ করেছিলাম। আমিসহ ছয়জন শ্রমিক দিয়ে জমি থেকে ধান কেটে সড়কে রেখেছিলাম। রাতে কে বা কারা আমার ধানে আগুন লাগিয়ে দিল তা জানতে পারিনি। সকালে গিয়ে দেখি সব ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমি সর্বশান্ত হয়ে গেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে। কৃষি বিভাগ থেকে প্রণোদনার আওতায় এনে তাকে সহযোগিতা করা হবে। বিষয়টি দুঃখজনক।
আক্কেলপুর থানার ওসি ময়নুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
"