নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
নগরকান্দা প্রেস ক্লাব সভাপতি শওকত, সম্পাদক লিয়াকত
ফরিদপুরে নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সাংবাদিক শওকত আলী শরীফ সভাপতি ও সাংবাদিক লিয়াকত হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন। গতকাল শনিবার উপজেলা সদরের শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ চলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনে প্রেসক্লাবের ৩৬ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য ভোট দেন।
এছাড়া, নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন (খবরপত্র), সহ-সভাপতি এহসানুল হক মিয়া (খোলাচোখ), সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু (বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা (সময়ের আলো), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ (দেশকাল), সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন (খোলা কাগজ), কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সাইফ (আমার সংবাদ), হাবিবুর রহমান পান্নু (ফরিদপুর কন্ঠ) ও মনিরুজ্জামান মোল্লা তুহিন (আনন্দ টিভি) নির্বাচিত হয়েছেন।
"