চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১০ নভেম্বর, ২০২৪

চাঁপাইয়ে তুহিন হত্যা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

চাঁপাইনবাবগঞ্জে আসাদুল্লাহ তুহিন হত্যার নয় বছর পর থানায় মামলার আবেদন করেছে তার পরিবার। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও র‌্যাব কর্মকর্তাসহ ১৮ জনের নাম রয়েছে। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন নিহত আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। তবে আবেদনটি শনিবার সকাল পর্যন্ত মামলা হিসেবে রেকর্ড করা হয়নি বলে জানিয়েছেন ওসি।

আসাদুল্লাহ তুহিন ছাত্রশিবির নাববগঞ্জ সিটি কলেজ শাখার সভাপতি ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার বাসিন্দা।

মামলার আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন (৭২), সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, মো. এজাবুল হক বুলি, মো. মাইনুল ইসলাম, ডা. ইব্রাহিম আলী, মো. সোহেল, বেনজির আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খাঁন আলমগীর, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সাবেক কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল, এসআই বিশারুল ইসলাম, এসআই শহিদুল ইসলাম, হাবিলদার খাইরুল ইসলাম, ল্যান্স কর্পোরাল ওমর ফারুক, নায়েক মো. সওদাগর আলী, মো. মাসুম বিল্লাহ, নুর মুহাম্মদ শিকদার, সিপাহী শফিকুল ইসলাম ও এসআই আবু হুরায়রা। মামলার আবেদনে অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামি করা হয়।

দাখিল করা মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ২৬ জানুয়ারি দুপুরে র‌্যাব সদস্যরা নিজ বাড়ি থেকে চোখ বেঁধে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। তুহিন গাড়িতে উঠতে না চাইলে তাকে মারধর করা হয়। সেখান থেকে তুলে নিয়ে রাতে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে র‌্যাবের অস্থায়ী কাম্পেও তুহিনকে মারধর করা হয়। এতে তিনি মারা যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close