হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০২৪

জেলা প্রশাসকের নামে চাঁদাবাজি একজনকে কারাদণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি খাস জমি থেকে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সময়ে জেলাপ্রশাসকের নামে চাঁদাবাজির অভিযোগে একজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার দিনব্যাপী প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

কারাদণ্ডপ্রাপ্ত হারুনুর রশিদ সুমন ওই এলাকার সারেং বাড়ির মনু মিয়ার ছেলে। এ দিন যৌথ বাহিনীর সহযোগিতায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড (আলীগঞ্জ-কংগাইশ) এলাকার মমিন রোডে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ওই এলাকার মমিন রোডে সরকারি খাস জমি অবৈধভাবে দখলকারীদের দখল রাখার স্বর্তে জেলাপ্রশাসকের নামে কয়েকজনের কাছ থেকে টাকা উত্তোলন করেন হারুনুর রর্শিদ সুমন। এমন অভিযোগে খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

এরপর দিনব্যাপী অভিযান পরিচালনা করে সরকারি খাস জমির ওপর অবৈধভাবে স্থাপিত স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জেলাপ্রশাসকের নামে চাঁদাবাজির অভিযোগে হারুনুর রশিদ সুমনকে আটক করেন যৌথবাহিনী। তিনি ভ্রাম্যমান আদালতের কাছে অভিযোগ স্বীকার করায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close