খলিলুর রহমান, ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকা
মহাসড়কের পাশে ময়লার স্তূপ অপসারণে উদ্যোগ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকার বিভিন্ন স্থানে ময়লার স্তূপ অপসারণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে সরেজমিনে উপস্থিত থেকে মাস্টারবাড়ি মায়ের মসজিদ এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তূপ অপসারণের মাধ্যমে এ কাজের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক আলীনুর খান। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভালুকা পৌরসভার প্রশাসক ফারহান লাবিব জিসান উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা গেছে মহাসড়কের পাশে উপজেলার অঞ্চলের মাস্টারবাড়ি মায়ের মসজিদ, আমতলী, সিডস্টোর বাজারের উত্তর পাশে, এতিম খানা মাদরাসার পাশে, মেহেরাবাড়ী লাবিব মিলের পূর্বপার্শে, জিনজিরা মাজার সংলগ্ন, পৌরসভার ওয়াবদারমোড় ও কলেজ পাড়ায় একাধিক ময়লার স্তূপ রয়েছে। এসব ময়লার স্তূপে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, পলিথিন, রস্তা উচ্ছিষ্ট খাবারের অংশবিশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আবর্জনাগুলো উপচে পড়ার কারণে মহাসড়কটি সরু হয়ে পড়েছে। পরিবেশ দূষণের পাশাপাশি সৌন্দর্যও বিনষ্ট করছে। বাড়ছে মশা-মাছির উপদ্রব। সামান্য বাতাসেই ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। ময়লার দুর্গন্ধ ও দুর্ভোগ যেন পথে চলাচলকারী সাধারণ নাগরিকদের নিত্যদিনের সঙ্গী। এসব ময়লার স্তূপ অপসারণের জন্য জনসাধারণের পক্ষ থেকে বার বার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মহাসড়কের পাশে ময়লার স্তূপ থেকে চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এর পাশ দিয়েই নাক চেপে হেঁটে চলতে হচ্ছে পথচারীদের। রিকশায় কিংবা বাসের খোলা জানালার পাশে বসেও যাওয়ার কোনো উপায় নেই। ময়লার স্তূপের দুর্গন্ধে নাগরিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অপরদিকে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। কতিপয় ময়লা ব্যবসায়ী দীর্ঘদিন বাজারের ময়লা রাস্তার পাশে ফেলে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে আসছে। অবশেষে প্রশাসন স্ব-উদ্যোগে ময়লা অপসারণের উদ্যোগ গ্রহণ করেন। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।
ভালুকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামরুজ্জামান মানিক বলেন, প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে বভিষ্যতে যাতে কেউ সড়কের পাশে ময়লা ফেলে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করতে না পারে এ ব্যাপারেও সাজাগ থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক আলীনুর খান জানান, মহাসড়কের পাশে ময়লার স্তূপ অপসারণের কাজ শুরু হয়েছে। সব ময়লা অপসারণ করা হবে। ময়লা ব্যবসার সঙ্গে জড়িতদের উপযুক্ত যায়গায় ময়লা ফেলানোর জন্য বলা হয়েছে। এরপর যদি কেউ মহাসড়কের পাশে ময়লা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তাকে আইনের আওতায় আনা হবে।
"