দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
অবৈধ বালুমহালে অভিযান, লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ির দীঘিনালায় অনুমোদনহীন বালু মহালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ করা অনুমোদনহীন উত্তোলন বালু নিলামে ১ লাখ ৫০০ টাকায় বিক্রয় ও অভিযুক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের বিবারিয়া পাড়া এলাকার মাইনী নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং এলাকার বাসিন্দা। পরে তাৎক্ষণিক অর্থদণ্ডের টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
দীঘিনালা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ বলেন, অনুমোদনহীন ভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। ওই ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরো বলেন, ‘অবৈধ ভাবে পাহাড় কাটা ও অনুমোদনহীন ভাবে বালু উত্তোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ভবিষ্যৎতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা এলজিইডি প্রকৌশলী ও উপজেলা বালু ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ফজলুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
"