রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০২৪

রৌমারীতে গাছ কাটতে বাধা দেওয়ায় হুমকি

কুড়িগ্রামের রৌমারীতে গাছকাটার অভিযোগ উঠেছে জিয়াউর রহমান ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় মতিয়ার রহমান ১০ জনকে আসামি করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, মতিয়ার রহমান তার নিজ জমিতে ২০০৫ সালে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। গত ৪ নভেম্বর প্রতিপক্ষ জিয়াউর রহমান ও তার স্বজনরা মিলে ১৮ থেকে ২০টি ইউক্যালিপটাস গাছ কাটেন। তাদের বাধা দিতে গেলে একপর্যায়ে মতিয়ার রহমানের ছেলে আশিকুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেখান জিয়াউর ও তার স্বজনরা।

জিয়াউর রহমান বলেন, গাছগুলো আমাদের তাই কেটেছি।

রৌমারী থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close