নাটোর প্রতিনিধি

  ০৮ নভেম্বর, ২০২৪

পূর্ববিরোধের জের

স্বেচ্ছাসেবক দলের নেতা আমিরকে কুপিয়ে জখম

নাটোরে পূর্ব বিরোধের জেরে জেলা স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আমির হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আমির হোসেনকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর চৌরী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমির হোসেনের সাথে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদের বিরোধ চলে আসছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close