গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে দুই কারখানা শ্রমিককে গলা কেটে হত্যা
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাাকায় দুই কারখানা শ্রমিককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে কাশিমপুর থানার মাধবপুর উত্তরপাড়া এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, ভোলা সদরের চর ভেদুরিয়া গ্রামের মো. জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪) ও সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. রাসেল হোসেন (২১)। তারা কাশিমপুরের নাবিস্কো ফুড প্যাকেজিং নামের একটি কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুর উত্তরপাড়া এলাকায় জনৈক রেজাউল ইসলামের চারতলা ভবনের চতুর্থতলায় একটি ফ্ল্যাটে তারা দুইজন ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন। মঙ্গলবার তারা কাজে না গেলে কারখানা কর্তৃপক্ষ তাদের মোবাইলে ফোন দিয়ে বন্ধ পায়। এক পর্যায়ে রাতে কারখানা কর্তৃপক্ষ খোঁজখবর নেওয়ার জন্য ভবনের দেখাশোনার দায়িত্বে থাকা (কেয়ারেটেকার) শাহজাহান বকুলকে ফোন করেন। পরে শাহজাহান চতুর্থ তলার ওই ফ্লাটে গিয়ে দরজা খোলা এবং ঘরের ভিতরে রাসেল ও সুফিয়ানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কাশিমপুর থানার এসআই মো. হানিফ বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
"