ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই
রাতে দেয়াল ভেঙে জায়গা দখলের চেষ্টা
ঢাকার ধামরাইয়ে জমিজমার বিরোধকে কেন্দ্র করে আবু সাঈদ দেওয়ানের নির্দেশে রাতের আঁধারে একটি ইটের দেওয়াল ভেঙে জায়গা দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মালিক আক্কেল আলী দেওয়ান বাদী হয়ে আবু সাঈদ দেওয়ানসহ ৫ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
গত রবিবার রাতে সোমবাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামে ইটের দেওয়াল ভেঙে জায়গা দখল চেষ্টার এ ঘটনা ঘটে।
আভিযুক্তরা হলেন- গাওয়াইল গ্রামের আবু সাঈদ দেওয়ান, আব্দুর রাজ্জাক ওরফে ঠান্ডু দেওয়ান, লিটন দেওয়ান, তুহিন দেওয়ান ও আবু সাঈদের স্ত্রী আছিয়া খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাওয়াইলে ২১ শতাংশ জমি বাবার ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছিলেন আক্কেল আলী দেওয়ান। সেখানে তিনি ইট দিয়ে দেওয়াল তৈরি করেছিলেন। কিন্তু সেই জমি আবু সাঈদ দেওয়ান নিজের দাবি করে লোকজন নিয়ে রাতের আঁধারে ইটের দেওয়াল ভেঙে জায়গা দখলের চেষ্টা করে। কিন্তু আক্কেল আলী দেওয়ান বাধা দিলে তাদের অস্ত্রের ভয় ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আক্কেল আলী দেওয়ান ধামরাই থানায় একটি জিডি করেন।
এই বিষয়ে আক্কেল আলী দেওয়ানের ছেলে আরিফ দেওয়ান বলেন, গত ত্রিশ বছর জমিটি ভোগদখল করে আসছি। এই জমিটি আমার দাদা মৃত ছাবেদ আলী দেওয়ান রেকর্ডীয় মালিক হয়ে ভোগদখল ছিল। তার মৃত্যুর পর ওয়ারিস সূত্রে আমার বাবা ভোগদখলে করে আসছে। সেই জমিতে ইট দিয়ে দেওয়াল করেছি। কিন্তু আবু সাঈদ রাতের আঁধারে তার লোকজন নিয়ে সেই জায়গার দেওয়াল ভেঙে দিয়ে জোর করে জায়গা দখলের চেষ্টা করে।
এই বিষয়ে আবু সাঈদ দেওয়ান বলেন, আমার জায়গাটা রাস্তা হিসাবে ব্যবহার করতাম। কিন্তু এই জায়গা নিয়ে ইউএনও অফিস, থানা ও চেয়ারম্যান-ইউপি সদস্যদের নিয়ে একাধিকবার বসা হয়েছে কিন্তু তারা কোনো সমাধানে আসে না। তারা আমার জায়গা বুঝিয়ে না দিয়ে দেওয়াল দেয়। বাধ্য হয়ে দেওয়াল ভেঙে দিয়েছি।
এই বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসরাম বলেন, এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত করে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
"