ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০২৪

ভালুকায় মেয়ের হাতে বাবা খুনের অভিযোগে গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ভালুকায় মেয়ের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ ওঠেছে। এই ঘটনায় শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে পৌরসভার কাঁঠালী ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শফিকুল ইসলামের বাসা থেকে মেয়ে শরিফা, তার ছেলে রুদ্র ও স্বামী সোহেল জোরপূর্বক গরু নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম তাদের বাধা দেয়। এতে তার মেয়ে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে নিয়ে শফিকুল ইসলামকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন শফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়। মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার শফিকুল ইসলামের মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close