লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়া

খালে ভাঙনের মুখে সড়ক আতঙ্কে শত পরিবার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বায় খালের ভাঙনে বিলীন হচ্ছে সড়ক। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহুর ফকির পাড়ায় টংকাবতী খালে এই ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে আতংকে রয়েছে এলাকার মানুষ বর্তমানে স্থানীয়রা সড়কের অনেক অংশ খালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক জহুর ফকির পাড়া সড়কটি। এ সড়কটি খালেকের দোকানের পশ্চিম পার্শ্বে অবস্থিত। টংকাবতী খালের পার্শ্বে লাগানো এ সড়ক। এ সড়ক দিয়ে জহুর ফকির পাড়া ছাড়াও তেলিবিলা, রোয়াই পাড়াসহ কয়েকটি পাড়ার ৫ শতাধিক লোক বসবাস করে। সিএনজি, অটো রিক্সা চলাচল করে থাকে। সম্প্রতি খালের গর্ভে সড়কের অংশ ভেঙে যাওয়ার কষ্টের সীমা নেই। ফলে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। কিছুদিন পুর্বে আবদুর রশিদ নামে এক স্থনীয় লোক বাজার করে রাত্রে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌঁছলে খালের পানিতে পড়ে যায়। তিনি গুরুত্বর আহতও হয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা ওসমান, আজিজুল হক, নুরুল আমিন, আনোয়ার প্রতিদিনের সংবাদ প্রতিনিধিকে জানান, তাদের জন্য এ সড়কটি অনেক গুরুত্বপুর্ণ। এ ছাড়া চলাচলে বিকল্প কোনো সড়ক নেই। খালের গর্ভে সড়কটির অংশ ভেঙে যাওয়ায় মানুষজন চলাচলে রীতিমত হিমশিম খাচ্ছেন। তাই দ্রুত সড়কটির ভাঙন অংশ সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তারা।

স্কুল ও মাদরাসাপড়ুয়া শিক্ষার্থীরা জানান, বাড়ি থেকে স্কুলে, মাদ্রাসা যাওয়ার পথে এ ভাঙন স্থানে আসলে ভয় লাগে। দ্রুত সংস্কারের জোর দাবি জানায় তারা।

ওই এলাকার কাতার প্রবাসী কাজি পাবেল বলেন, সড়কটির অংশ খালের গর্ভে বিলীন হওয়ার পর আমাদের মা-বাবা, ভাই-বোন ও এলাকার মানুষ আতংক নিয়ে চলাচল করে থাকে। সড়কটি যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে বাকি অংশ ভেঙে যাবে। তাই সড়কটির ভাঙন সংস্কার করে দিলে সবাই উপকৃত হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ মিয়া বলেন, এলাকার লোকজন ভাঙন বিষয়ে আমাকে জানিয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে অবশিষ্ঠ অংশ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিদর্শন করে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে অবগত করব।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সতেজ দেওয়ান বলেন, ভাঙনের বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। আমরা ইতিমধ্যে কয়েকটি ভাঙন এলাকা সার্ভে ম্যাপ করেছি। জহুর ফকির পাড়া সড়কের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, ভাঙন কবলিত এলাকাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কে অবগত করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close