reporterঅনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

ডে-ক্যাম্প

পটুয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী সদর উপজেলা দিনব্যাপী কাপ স্কাউটসের ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প স্কাউটস গ্রুপ সদর উপজেলার আয়োজনে বাঁধনহারা হলরুমে উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও ও বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী সদর উপজেলা সভাপতি ইফফাত আরা জামান উর্মি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ।

মতবিনিময়

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। গত রবিবার রাতে বাউফল প্রেসক্লাব বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতারা। বক্তব্য দেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা মোফাজ্জেল হক শরীফ, প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু প্রমুখ।

পলিথিন ব্যাগ জব্দ

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে নিরঞ্জন সু স্টোরে অভিযান চালিয়ে ২৮৭০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। পরে নিরঞ্জন সু স্টোরের মালিক নিরঞ্জন সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রিজু তামান্না জানান, অভিযান অব্যাহত থাকবে।

ছাত্রদলের মতবিনিময়

শালিখা প্রতিনিধি

মাগুরার শালিখায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় সভা হয়েছে। গতকাল উপজেলা ছাত্রদলের শিক্ষার্থীদের আয়োজনে আড়পাড়া ডিগ্রী কলেজ, আড়পাড়া মহিলা কলেজ ও শিংড়া সরকারি বিহারীলাল শিকদার কলেজ শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরে আলম। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সি মাহমুদুর রহমান তিতাশ, যুগ্ম-সম্পাদক লাভু, প্রমুখ।

নাগরিকদের সভা

বোদা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা পৌরসভার জনগুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তার সমাধান কল্পে প্রাধিকার তালিকা প্রস্তুতকরণের লক্ষ্যে স্থানীয় সব পর্যায়ের নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গত রবিবার উপজেলা পরিষদ হলরুমে এই সভা হয়। ইউএনও ও পৌর প্রশাসক শাহরিয়ার নজিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বোদা থানার ওসি আজিমউদ্দীন প্রমুখ।

সার-বীজ বিতরণ

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৪ হাজার ৫৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদের সামনে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনা বাদাম, মুসূর, খেশারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বিতরণের উদ্বোধন করেন ইউএনও নীলুফা সরকার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

ছাগল বিতরণ

ধামইরহাট প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা মানবসেবা সংগঠনের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়। গতকাল বিকেলে ধামইরহাট উপজেলা পরিষদ চত্ব¡রে সেবাধর্মী প্রতিষ্ঠান মানবসেবার উদ্যোগে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে নির্মূলের লক্ষ্যে এবং তাদের পুর্নবাসনের জন্য ৭ জনের মধ্যে ছাগল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব.) আবু হেনা মোস্তফা কামাল, ধামইরহাট ইউএনও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close