ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০৫ নভেম্বর, ২০২৪
ধামইরহাটে বিস্ফোরক মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাটে বিস্ফোরক মামলায় মাহবুব আলম বাপ্পি (৩৫) ও সেকেন্দার আলী (৪৬) নামের দুই আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে প্রথম আসামিকে টিএন্ডটি মোড় এলাকা এবং দ্বিতীয় আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মাহবুব আলম বাপ্পি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি উত্তর চকযদু এলাকার বাসিন্দা। এদিকে, সেকেন্দার আলী উপজেলার খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি রসপুর এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, গত অক্টোবরে উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন