কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০২৪

কালীগঞ্জে ডেঙ্গুতে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে রুপচান দাস (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা যান তিনি। নিহত রুপচান উপজেলার বড় ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

রুপচান দাসের ছোট ভাই রুপক দাস জানান, হাসপাতালে ভর্তির আগে কালীগঞ্জ শহরের দারুস সেফা প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। পরে দাদাকে কালীগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, গত রবিবার বিকেল ৫টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার আগেই তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। উপজেলা ও পৌর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে সচেতনা কর্মসূচি শুরু করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close