ভোলা প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০২৪

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরি, একটি চাপাতি উদ্ধার করা হয়। গত রাবিবার রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে বাংলাদেশ কোষ্টগার্ড ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বোলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭), কামাল (৫২) এবং আল আমিন (২১)।

গতকাল সোমবার সকালে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন ভোলা বেইস এর অপারেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার রিফাত আহমেদ সংবাদ সম্মেলনে জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোষ্টগার্ড। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে কোষ্টগার্ড ও পুলিশের একটি দল। এ সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্র্ধষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ ৪ সদস্য কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরি, ১টি চাপাতি উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বোলায়েত হোসেনের নেতৃত্বে ভোলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজী, জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিলো। বোলয়েত এর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close