reporterঅনলাইন ডেস্ক
  ০৪ নভেম্বর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

বিভাগীয় সম্মেলন

রংপুর ব্যুরো

রংপুরের সিও বাজারে গত শনিবার সন্ধ্যায় একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনানী চিকিৎসার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও বিভাগীয় সম্মেলন হয়েছে। বিইইউএমএ রংপুর শাখার আব্দুল গনি ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকিম মোকছেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক আহসান হাবীব। মূল প্রতিবেদন উপস্থাপন করেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ বিইউএমএ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব হাকিম আ খ মাহবুবুর রহমান।

নবীনবরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল হারুন-আল-রশিদ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার সুহিলপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-আল-রশিদ। কলেজের অধ্যক্ষ আবুল কাসেমের সভাপতিত্বে ও প্রভাষক জাফর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোশারফ হোসেন ভূইয়া প্রমুখ।

বিক্ষোভ-সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী শাখার উদ্যোগে এক বিক্ষোভ-সমাবেশ হয়েছে। গত শনিবার পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে ধর্মীয় সংখ্যালঘুদের ৮ দফা দাবির বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের আহ্বান জানানো হয়।

স্বর্ণ-ফ্যান চুরি

সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে গত শনিবার সাংবাদিক আনিসুর রহমানের বাড়ির জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। আনিসের শ্যালক মাহবুব বলেন, গত শনিবার সন্ধ্যায় আমার বোনকে শহরের নয়াটোলায় বাড়িতে নিয়ে আসি। রাতে তার বাড়ি ফাঁকা থাকায় চোরেরা ৩টি সেলিং ফ্যান, ১টি স্ট্যান্ড ফ্যান, গ্যাসের চুলা, আলমারিতে রাখা স্বর্ণের গহনা ৫ ভরি, নগদ অর্থ ১ লাখ ও দামি কাপড় নিয়ে যায়। সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্যসামগ্রী বিতরণ

কাউনিয়া প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় সিজেডএমের উদ্যোগে গতকাল দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা ও গদায় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবিকা উন্নয়ন কেন্দ্র তিস্তা কো-অর্ডিনেটর মাসুম মিয়া, ফিল্ড অফিসার মিজানুর রহমান, অনলাইন প্রেস ক্লাব কাউনিয়া সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক জহির রায়হান প্রমুখ।

ইউএনওর মতবিনিময়

সিংগাইর প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে গতকাল সিংগাইর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন ইউএনও কামরুল হাসান সোহাগ। কার্যালয়ের মতবিনিময় সভায় ইউএনও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এতে বক্তব্য দেন সিংগাইর প্রেস ক্লাবের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ, সাংবাদিক সোহরাব হোসেন, মিজানুর রহমান, সাইফুল ইসলাম তানভীর প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close