চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ০৪ নভেম্বর, ২০২৪

চাঁদা দাবির মামলায় আ.লীগের দুই নেতা কারাগারে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিস্ফোরক ও চাঁদা দাবির মামলায় নাচোলের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বেলা ১১টায় আমলী দ্বিতীয় আদালতের বিচারক ঈশিতা শবনম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, গত ২০ অক্টোবর নাচোল থানায় আব্দুল কাদের, রয়েল বিশ্বাসসহ ২৬ আওয়ামী লীগ নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন উপজেলার মারকৈল গ্রামের এস্তাব আলী। ওই মামলায় রোববার আত্মসমর্পন করে জামিন আবেদন করেন আব্দুল কাদের ও রয়েল বিশ্বাস। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি আব্দুল কাদের বাদীর কাছে দীর্ঘদিন ধরেই চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ায় ২০২৩ সালের ৪ মে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশ্যে জখম করে। একইসঙ্গে বাদীর মালিকানাধীন আম বাগানের ক্ষতি সাধন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close