কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
০৩ নভেম্বর, ২০২৪
৬০ পরিবারকে আর্থিক সহায়তা
মৌলভীবাজারের কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএর (ইনক) অর্থায়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০টি পরিবারকে ২ ধাপে ৫ হাজার টাকা করে ৩ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১টায় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে ২য় ধাপে ২৫টি পরিবারকে ৫ হাজার টাকা করে ১ লাখ ২৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সাংবাদিক রফিকুল ইসলাম মামুন এর সভাতিত্বে ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার ওসি মো. গোলামসহ অনেকে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন