সংক্ষিপ্ত সংবাদ
ক্রিকেট টুর্নামেন্ট
বগুড়া প্রতিনিধি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১০ নভেম্বর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। ৮টি বিভাগসহ ১০টি জেলা শহরে এ টুর্নামেন্টে লাল ও সবুজ নামে দুটি দলে জাতীয় দলের খেলোয়াড়সহ ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন। বগুড়ায় টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে গতকাল জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় করেন কমিটির নেতারা।
মতবিনিময় সভা
ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিএনপির পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক মতবিনিময় সভা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজ হলরুমে এ মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান। পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নওগাঁ মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি প্রমুখ।
ইউনিয়ন ফুটবল লিগ
শৈলকুপা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘সারুটিয়া ইউনিয়ন ফুটবল লিগ-২০২৪’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মৌবন মাধ্যমিক বিদ্যালয় মাঠে রান্নু ফাউন্ডেশন এ খেলার আয়োজন করে। মৌবন যুব সংঘের সহযোগিতায় খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন ব্রাদার্স এলপিজির চেয়ারম্যান সাদ্দাম হোসেন রান্নু। ফাইনালে নাদপাড়া যুব মিলন সংঘ ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে কাতলাগাড়ি ফুটবল একাদশ।
চিকিৎসা শিবির
মুক্তাগাছা প্রতিনিধি
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তাগাছা ও পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মুক্তাগাছা পৌরসভা প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ।
দগ্ধের পর মৃত্যু
নবীগঞ্জ প্রতিনিধি
গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। স্বামী ও তিন সন্তানের মৃত্যুর পর এবার মারা গেলেন শেলি বেগম। শেলি নবীগঞ্জের ৯ নম্বর বাউসা ইউনিয়নের সূজাপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। গত শুক্রবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। ওই ঘটনায় দগ্ধ হওয়া ছয়জনের ৫ জনই মারা গেলেন। গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়িতে মশার কয়েল ধরানোর সময় আগুনের এ ঘটনা ঘটে।
আলোচনা সভা
বোদা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় শহীদ জিয়া ও আমাদের গণতন্ত্র বিষয়ক আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে বোদা উপজেলা জিয়া পরিষদের আয়োজনে পাইলট গার্লস স্কুল ও কলেজ মাঠে এ আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ পঞ্চগড় সভাপতি মোস্তাফিজুর রহমান।
ডাকাতসহ আটক ৪
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে এক ডাকাত ও মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলার শাহজীবাজার মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের সাগর, নবীগঞ্জের পানিউন্দা এলাকার পাভেল (পিকআপ চালক) ও সহযোগী একই এলাকার জুনায়েল।
"