সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি

  ০১ নভেম্বর, ২০২৪

নদীভাঙনরোধে বাঁধ নির্মাণের দাবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর যমুনার ভাঙন থেকে রক্ষায় নির্মাণাধীন সাড়ে ৬ কিলোমিটার নদী সংরক্ষণ বাঁধ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় বাঁধ নির্মাণে কালক্ষেপণ, অনিয়ম, দুর্নীতি ও দফায় দফায় বন্ধের তীব্র প্রতিবাদ জানান ভুক্তভোগীরা।

গত বুধবার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর কবরস্থান এলাকায় যমুনার নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুর প্রায় গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

এ সময় বক্তারা বলেন, এনায়েতপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকায় রক্ষায় ৬৫০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের চরম গাফিলতির কারণে বার বার বিলীন হয়ে যাচ্ছে ওই এলাকা। সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ফারুক রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবাদুর রশিদসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close