ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভৈরবে চাঁদাবাজির অপরাধে গ্রেপ্তার ৪
কিশোরগঞ্জের ভৈরবে চাঁদাবাজির অপরাধে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত উল্লাহ।
গত বুধবার গ্রেপ্তার ব্যক্তিদের ভৈরব থানা সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সোহান মিয়া (২৮), রকি মিয়া (২৮), শওকত আলী (৬০), এবং আশীশ রায় (৪৮)।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ভৈরব শহরকে চাঁদাবাজ মুক্ত করতে কাজ করছে সেনাবাহিনী। ভৈরবের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট বুধবারের বাজার। ইজারার মাধ্যমে বাজারটি পরিচালনা হলেও নির্ধারিত মূল্য ছাড়া অধিক টাকা আদায় করছে ইজারাদাররা। একাধিকবার তাদের সতর্ক করার পরও তারা বিভিন্ন ভাবে বাজারে ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায় করছে। এ বিষয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
ভৈরব থানার ওসি মো. হাসমত উল্লাহ বলেন, ২৯ অক্টোবর রাত ৩ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে মধ্যরাতে আরো ১ জনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে ভৈরবের আইনশৃঙ্খলা রক্ষায় ও চাঁদাবাজ মুক্ত করতে সেনা ক্যাম্প, পুলিশ ও র্যাবের এমন তৎপরতা অব্যাহত থাকবে।
"