দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ০১ নভেম্বর, ২০২৪

প্রশাসনের ওপর হামলায় ১৮ জেলে আটক 

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে ইলিশ শিকারে বাধা দেওয়ায় প্রশাসনের ওপর হামলার অভিযোগে ১৮ ছেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকায় পায়রা নদীতে মা ইলিশ শিকারের সময় উপজেলা টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানে মাছ ধরার অভিযোগে ২ জন জেলেকে আটক করায় ক্ষিপ্ত হয়ে বাকেরগঞ্জের দুধল মৌ এলাকা থেকে ট্রলার যোগে প্রায় অর্ধশত নারী-পুরুষ এসে প্রশাসনের ওপর হামলা করে। এর ফলে ১৮ জন ছেলেকে আটক করা হয়। আটক সবার বাড়ি বাকেরগঞ্জের উত্তর দুধাল মৌ এলাকায়। 

আটক ব্যক্তিরা হলেন- হৃদয় হাওলাদার, সাবু হাওলাদার, শাওন হাওলাদার, ইমাম নকীব, হাফিজুল ইসলাম, নাসির হাওলাদার, সৈয়দ ফাহাজুল হাওলাদার, রিয়াজ হাওলাদার, হালিম গাজী, সিয়াম আহমেদ, শাওন নকিব, রিজন হাওলাদার, জহিরুল ইসলাম ও রনি হাওলাদার।

পরে উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ভ্রাম্যমাণ আদালতের বিচারে আটক ১৪ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close