কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
অপহৃত দিনমজুরকে বীরগঞ্জ থেকে উদ্ধার
দিনাজপুরের কাহারোলে অপহরণের ৩০ ঘণ্টা পর বীরগঞ্জ থেকে উদ্ধার হলো অপহৃত দিনমজুর এক যুবক। উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১২ মাইল নামক স্থানে দুপুর ১টার দিকে ঘটনা ঘটে।
জানা যায়, কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামের উপেন চন্দ্র রায়ের দিনমজুর ছেলে কালী প্রসাদ রায় (৪০) কে গত মঙ্গলবার কাহারোল বাজারে অটোবাইক স্ট্যান্ড থেকে নিজ বাড়ি নয়াবাদ গ্রামে যাওয়ার উদ্দেশে অটো বাইকে উঠলে তার সাথে যাত্রী বেশে থাকা অপহরণকারীরা তাকে বিস্কুট খাওয়ায়ে অজ্ঞান করে। পরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১২ মাইল নামক স্থানের দিকে নিয়ে যায় এবং ওই দিন রাতেই অপহৃত কালীপ্রসাদের মোবাইল ফোন থেকে বাড়ির লোকজনের কাছে কল আসে এবং অপহরণকারীরা ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীরা দাবির টাকা আদায় করতে না পেরে তাকে গত বুধবার রাত ৮টার দিকে জেলার (দিনাজপুর-ঠাকুরগাঁও) মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাঁশহাটির পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ কালীপ্রসাদ রায়ের বাড়ির লোকজনসহ বীরগঞ্জ উপজেলা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।
"