খাগড়াছড়ি প্রতিনিধি

  ৩১ অক্টোবর, ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারকে সহায়তা দিল সেনাবাহিনী

খাগড়াছড়িতে সাম্প্রতিক ভারী বষর্ণে জলাবদ্ধতা এবং ভূমিধস এর ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারকে আর্থিক সহায়তা ও অনুদান বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা সদর জোন।

গতকাল বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদর জোনে জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের মাঝে হাতে তুলে দেন।

প্রধান অতিথি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি বিতরণ অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে জলাবদ্ধতা ভূমি ধস এবং প্লাবিত হয়ে ঘরবাড়ি, ফসলাদি, গবাদিপশুসহ বিভিন্ন আসবাপত্রের ব্যাপক ক্ষতিসাধন হয় যার উদ্ধার কার্যক্রমে খাগড়াছড়ি জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে যথাযথ ভূমিকা পালন করেছে। ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে খাগড়াছড়ি জোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদাণের কার্যক্রম গ্রহণ করে। জোন এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close