টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে জর্ডান পাঠানোর নামে লাখ লাখ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটানায় প্রতারক চক্রের তিনজনকে টঙ্গী পুর্ব থানায় দিয়েছে ভুক্তভোগীরা। আটক তিনজন হলেন- টঙ্গী মরকুন মধ্যপাড়া এলাকার শাহিন আলম রনি (২৫), এরশাদ নগর ৭ নম্বর ব্লক এলাকার মনোয়ারা বেগম (৪০) ও মরকুর মধ্যপাড়ার শাহনাজ আক্তার (৪৫)। এ ঘটনায় টঙ্গী পুর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়।
জানা যায়, প্রবাসে (জর্ডান) যাওয়ার পূর্ব পরিচিত মনোয়ারা বেগম, শাহনাজ আক্তার, শাহিন আলম রনি ও রুবেল জানায় তারা সকলেই জর্ডান প্রবাসী। সোহেল পাশা নামে একজন ব্যক্তির কাজ করে এবং সারা বাংলাদেশ থেকে লোক সংগ্রহ করে সোহেল পাশার মাধ্যমে জর্ডানে পাঠায়। তাদের কথামতো গত ২৩ অক্টোবর দত্তপাড়া বনমালা রোডে একটি দোকানে আড়াই লাখ টাকা দেওয়া হয়। টাকা লেন দেনের একাধিক ভিডিও রয়েছে। পরে টিকেট এবং ভিসা দেয় এবং ২৬ অক্টোবর ফ্লাইট হওয়ার কথা জানায়। বিমান বন্দরে যাওয়ার পর ভুক্তভোগীরা জানতে পরে টিকেট এবং ভিসার কাগজটি ভুয়া।
এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন, মোস্তফা আলী ও জুলেখা বেগম জানান, প্রতারক চক্র তাদের মতো আরো অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রতারণা করেছে। প্রায় ১২৬ জন তাদের টাকা দিয়েছে। কেউ ৫০ হাজার আবার অনেকের কাছ থেকে ১ লাখ থেকে আড়াই লাখ টাকা নেওয়া হয়। এভাবে তারা কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় এবং ভুয়া ভিসা এবং টিকেটের মাধ্যমে প্রবাসে নেওয়ার কথা বলে অবৈধভাবে বিদেশে পাচার করে। টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
"