কক্সবাজার প্রতিনিধি

  ৩০ অক্টোবর, ২০২৪

মেয়েকে ধর্ষণ, সৎ বাবাকে পুলিশে দিলেন মা

কক্সবাজারের চকরিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে জেলার চকরিয়া পৌরশহর থেকে তাকে আটক করা হয়। আটক জাফর আলম জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে ধর্ষণের বিষয়টি ধরা পড়ার পর পালিয়ে যান অভিযুক্ত জাফর। পরে সোমবার রাতে তাকে কৌশলে বাসায় এনে থানায় খবর দেন মা। পুলিশ এসে জাফরকে ধরে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী মেয়ের মা বলেন, সাড়ে তিন-চার বছর আগে জাফর আলমের সঙ্গে তার বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। আগের সংসারের মেয়েসহ চকরিয়া পৌরসভার একটি এলাকায় ভাড়া বসবাস করে আসছিলেন। তিনি বিভিন্ন কাজে ঘরের বাইরে গেলে জাফর আলম তার মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে।

মেয়েটির মা বলেন, শনিবার তিনি ঘরে না থাকার সুযোগে জাফর আলম ফের তার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি তার মাকে তাৎক্ষণিকভাবে জানালে মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে বলে জানান চিকিৎসক। বিষয়টি জানার পর জাফর আলম পালিয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close