বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনার সময় জেলেদের হামলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং ৩ পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি নৌকা জব্দ ও শাকিল নামক জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার বিকালে তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলার সময় এ ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তিগনকে ইলিশ ধরতে দেখা যায়। এদের ধরতে সঙ্গীয় ৩ পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে দুটি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় তাদের ওপর আক্রমণ করে। এতে পুলিশ সদস্য সহ আমরা ৫ জন আহত হন। আক্রমণে এএসআই হেলাল বৈঠার আঘাতে আহত হন ও একজন কনস্টেবল এর আঙুল ফেটে যায়। পরে তাদের তাড়া করে ২টা নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়।
"