মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৯ অক্টোবর, ২০২৪
মোংলায় আগুনে পুড়ল বসতবাড়ি
বাগেরহাটে মোংলায় আগুনে পুড়ল হয়েছে দিনমজুর গোলাম রসুল (৩০) বসতঘর। ঘরে থাকা ঘরের দলিল, খাবার, পোশাক, আসবাবপত্র, বই খাতা, নগদ টাকাসহ প্রয়োজনীয় উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে।
গত রবিবার রাত ২টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মাকোড়ঢোন পানির প্রকল্পের পাশে এ আগুনের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্থ গোলাম রসুল বলেন, চার ছেলেমেয়ে সহ ৭ জনকে নিয়ে খোলা আকাশের নিচে বসে আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন