ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ২৯ অক্টোবর, ২০২৪

ধামরাই পৌর শহর

বেহাল সড়ক সংস্কার শিক্ষক-শিক্ষার্থীদের

ঢাকার ধামরাই উপজেলার পৌর শহরে বড়বাজার থেকে হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় রাস্তাটি। এমনই অবস্থায় ওই রাস্তা দিয়ে কোনো রিকশা কিংবা অটোরিকশাসহ কোনো গাাড়ই চলাচল করতে পারে না। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগণ। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে ধামরাই মডেল স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা নিজ উদ্যোগে রাস্তার সংস্কার কাজ করছেন। এমনই দৃশ্য চখে পড়ে গতকাল রবিবার বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের উত্তরপাতা এলাকায়।

সরেজমিনে দেখা যায়, রাস্তার এমনই অবস্থা যে এই রাস্তা দিয়ে কোন গাড়ি কিংবা রিকসা যেতে চায় না। অথচ শত শত বাড়িঘরের মানুষ এই রাস্তা দিয়ে চলা ছাড়া অন্যকোনো রাস্তায় যেতে হলে অনেক ঘুরে যেতে হয়। এছাড়া এলাকার অসুস্থ ব্যক্তিদের জন্য এই রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সাধারণ মানুষ বলছেন, ধামরাই পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও রাস্তাঘাটের নেই কোনো উন্নয়ন। তাহলে এই টাকা যায় কোথায়। পুরা রাস্তাটি খানাখন্দে ভরা। এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা যেতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়েছে অনেকের।

নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সাবেক মেয়র গোলাম কবির মোল্লা নিজের আধিপত্য বিস্তার করে রাস্তাঘাটের যত কাজ আছে সব টাকা সে নিজেই খেয়েছে। তার এই আধিপত্য বিস্তারের কারণে তার সামনে কেউ কথা বলতে পারতো না। সেই কারণে এই সব রাস্তার কোনো কাজ হয়নি।

ধামরাই মডেল স্কুলের ছাত্র মনোয়ার হোসেন বলেন, সামান্য বৃষ্টি হলে আমাদের স্কুলের সামনে দিয়ে যাওয়া যায় না। কারণ বৃষ্টির পানি জমে থাকায় কোনো গাড়ি কিংবা রিকসা এই রাস্তায় আসে না। এছাড়া পায়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার খারাপ পানি শরীরে লেগে জামা কাপড় নষ্ট হয়ে যায়।

এই বিষয়ে ধামরাই মডেল স্কুলের ছাত্রী হালিমা আক্তার বলেন, এই রাস্তা দিয়ে যেতে গিয়ে আমি দুর্ঘটনার শিকার হয়েছি। এই জন্য নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার কাজ করছি।

এই বিষয়ে ধামরাই মডেল স্কুলের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসরাম বলেন, রাস্তার এমন অবস্থার করেণে ছাত্রছাত্রীদের যাতায়াত করতে অনেক কষ্ট হয়। যার জন্য দিন দিন স্কুলের অনেক ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে চায় না। সেই জনই ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে নিজেদের উদ্যোগে রাস্তার সংস্কার কাজ করে যাচ্ছি।

এই বিষয়ে ধামরাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেন বলেন, এই রাস্তাটি এলজিআরডি থেকে সিআরপি অনুমোদন হয়েছে। এলজিআরডির জটিলতার কারণে শুধু স্কিমটা অনুমোদন হয়নি। স্কিমটা অনুমোদন দিলে আমরা টেন্ডার দিয়ে কাজ করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close