চাঁদপুর প্রতিনিধি
২৮ অক্টোবর, ২০২৪
মেঘনায় ইলিশ শিকার, কারাদণ্ড ৬ জেলের
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে প্রজনন রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার দায়ে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের সাখুয়া ও ছেলে খোরশেদ সৈয়াল, অজুদ খান, জাকির ব্যাপারী, মানিক গাজী, আল-আমিন ও নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান।
অভিযানে ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন