নাটোর প্রতিনিধি
যুবলীগকর্মীদের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ১০
পাওনা টাকা চাওয়ায় নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ সহ উভয় পক্ষের অন্তঃত ১০ জন আহত হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জোর করে বিএনপি কর্মী চাল ব্যাবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল বাঁকীতে নিয়ে যায়। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ করেনা। গত কয়েকদিন পূর্বে আলমগীরের কাছে পাওনা টাকা দাবি করেন রিজভী আহমেদ রাকিব। এরই জের ধরে গত বুধবার রাকিবকে মারধর করে আলমগীর ও তার সহযোগীরা। এ ঘটনায় অভিযোগ দায়ের করেন রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর দেশীয় অস্ত্র সহ তার সহযোগিদের নিয়ে রাকিবের চালের আড়তে হামলা চালিয়ে রাকিবকে কুপিয়ে জখম করে। ঘটনাটি জানতে রাকিব সমর্থকরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
"