reporterঅনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

কৃষক সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি

‘ভিক্ষা নয় অধিকার চাই, কৃষক পরিবারের দাবির পূর্ণতা চাই’ এ স্লেøাগানকে সামনে রেখে ঝিনাইদহে কৃষক সমাবেশ হয়েছে। গতকাল সকালে শহরের শিশু একাডেমি মিলনায়তনে ‘কৃষক পরিবার’র ব্যানারে এ সমাবেশ হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা ড্রাগনচাষি কল্যাণ সমিতির সভাপতি টিপু সুলতান। অনুষ্ঠানে কৃষক পরিবারের পক্ষ থেকে আলোচনা করেন কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান।

ওসির মতবিনিময়

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন পটুয়াখালী সদর থানার নবাগত ওসি ইমতিয়াজ আহমেদ। গত রবিবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া, স্বপন ব্যানার্জী, কাজী শামসুর রহমান ইকবাল, জাকির হোসেন এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

টিকাদান

মানিকছড়ি প্রতিনিধি

আগামী ২৪ অক্টোবর থেকে সারাদেশে ৫-১০ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শুরু হচ্ছে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে খাগড়াছড়ির মানিকছড়িতে সমন্বয় সভা হয়েছে। উপজেলা স্যানিটারি ইন্সপ্যাক্টর পুলক চক্রবর্তীর সঞ্চালনায় ও ইউএনও তাহমিনা আফরোজ ভূইয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমেন চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন চৌধুরী প্রমুখ।

কর্মশালা

কাউনিয়া প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা গতকাল উপজেলা মডেল মসজিদ হল রুমে অনুষ্ঠিত হয়। কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ আর এম আল মামুন, পরামর্শক (সার্জারি) খন্দকার মমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকতা ফারজানা আক্তার, এস এম শরীফ, আজমাইন মুশতারী প্রমুখ।

৮ আসামি আটক

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে ফজল হক ওরফে ফজু নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিসহ ৮ জনকে আটক করে জেলা দায়রা জজ তাদের জেল হাজতে পাঠায়। গত রবিবার ঢাকা জেলা জজ কোর্টে তাদের আটক করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন জেলা দায়রা জজ হেলাল উদ্দিন। আটক আসামিরা হলেন- আমতা ইউপি সদস্য আলকেছ আলী, মীর হোসেন, আলতাব হোসেন, আলামিন, ছোট আলামিন, আইযুব আলী, রতন আলী ও শফিকুল ইসলাম।

লাশ উদ্ধার

দামুড়হুদা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল দুপুরের দিকে গোবিন্দপুর মাঠ থেকে আব্দুল মান্নান নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মান্নান মৃত হিরাজ মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়ে রাতে না ফিরলে মান্নানকে খোঁজাখুঁজি করে তার পরিবার। পরদিন সোমবার সকাল ৮টার দিকে গ্রামের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে এএসপি জাকিয়া সুলতানা ও দামুড়হুদা থানার ওসি হুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close