বগুড়া প্রতিনিধি

  ২২ অক্টোবর, ২০২৪

চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

বগুড়ায় আপন চাচাতো ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছে। গতকাল সোমবার সকালে গাবতলীর নারুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবাশ্বের হোসেন ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত ১৬ বছর বয়সী চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত কিশোর ও নিহত মোবাশ্বের সম্পর্কে আপন চাচাতো ভাই। তারা একই বাসায় থাকে। গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের ভেতর খাটের ওপর শুয়ে থাকা অবস্থায় অভিযুক্ত কিশোর প্রথমে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মাথায় আঘাত করে তার হাতে থাকা চাইনিজ ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। স্থানীয় লোকজন আসামি কিশোর নাবিল আহমেদকে আটক করে থানা পুলিশকে সংবাদ দেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় ওই বাড়িতে কেউ ছিল না। খবর পেয়ে গাবতলী মডেল থানার ওসি, বগুড়া সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং সেনাবাহিনীর টহলরত সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close