পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০২৪

রফিকুল হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় জমিসংক্রান্ত বিরোধে রফিকুল ইসলাম (৩২) নামে একজনকে হত্যার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার ভোরে গাজীপুর কোনাবাড়ী থানাস্থ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুলাল মিয়া (৪২) উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং তারই ছেলে মো. রাজিব ওরফে বাবু (২২)।

পুলিশ সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধে গত ৬ সেপ্টেম্বর বিকেলে শিবপুর গ্রামের রফিকুল ইসলামের মোটরসাইকেল গতিরোধ করে দুলাল মিয়ার হুকুমে প্রতিপক্ষ হৃদয় মিয়া গং রফিকুলকে বেধকমারপিট করে হাত-পা ভেঙ্গে দেয়। পরে রফিকুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুস ছাত্তার পূর্বধলা থানায় একটি মামলা করে। মামলার প্রেক্ষিতে থানার এসআই (পুলিশ উপ পরিদর্শক) রাশেদ হাসান ওই দুইজনকে গ্রেপ্তার করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close