বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২১ অক্টোবর, ২০২৪
চম্পকনগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার চৌধুরীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার বেলা ২টায় উপজেলার চম্পকনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজয়নগরে নাশকতা ও ভাঙচুরের ঘটনায় রাষ্টু মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলায় চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে বলে জানান তিনি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন