গাজীপুর প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০২৪

গাজীপুরে ড্যাবের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা শাখা ডেঙ্গুর চিকিৎসা এবং এর প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। গতকাল শনিবার সকালে গাজীপুর মহানগরীর জোরপুকুরপাড় ও মধ্যছায়াবিথী এলাকায় ওই লিফলেট বিতরণ করা হয়।

সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ড্যাব গাজীপুরের সাবেক সভাপতি মাজহারুল আলম, আহ্বায়ক আলী আকবর পলান, সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম, শাহজাহান সিরাজ, খায়রুজ্জামান, এনাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা আক্তার বিথী, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, মহানগর জিয়া পরিষদের যুগ্ম-সম্পাদক মফিকুর রহমান সেলিম, আলম মাস্টারসহ বিভিন্ন পেশাজীবী নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close