কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
মালয়েশিয়া ফেরত যুবকের লাশ উদ্ধার
সদ্য মালয়েশিয়া থেকে দেশে ফিরে লাশ হলো সাতক্ষীরার কলারোয়ার এক যুবক। একটি আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে কলারোয়ার যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামে ঘটনাটি ঘটে। মৃত ওই যুবকের নাম আকরাম হোসেন (৩২)। সে ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
কামারালী গ্রামের আব্দুল হকসহ কয়েকজন জানান, সকালে মাঠে যাওয়ার সময় যুগিখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামারালী হাইস্কুলের পিছনের একটি আম বাগানে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় আকরাম হোসেনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌছে মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃতের বোন জানান, তার ভাই আকরাম কোরআনে হাফেজ ছিলেন। সে আত্মহত্যা করতে পারে না।
কলারোয়া থানার ওসি মো.শাহীন জানান, আকরামের বাবার আবেদনের প্রেক্ষিতে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
"