নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০২৪

নাচোলে ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চাঁপাইনবাগঞ্জের নাচোলে ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেস্টার অভিযোগে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।

নাচোল থানার ওসি (তদন্ত) খন্দকার ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, গত ১৪ অক্টোবর বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের জংলা দোগাছি গ্রামের মৃত শহীদ আলির ছেলে আব্দুল মান্নান পাশের বাড়ির ৭ বছরের শিশুকন্যাকে প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে গত ১৬ অক্টোবর নাচোল থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করলে পুলিশ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close