কুষ্টিয়া প্রতিনিধি
ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা জড়িতদের গ্রেপ্তার দাবি
কুষ্টিয়ার মিরপুর নবম শ্রেণির এক ছাত্রী অপরহণ, গণধর্ষণসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দবিতে মানববন্ধন করেছে উপজেলার স্থানীয় বাসিন্দারা।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় মিরপুর বাসস্ট্যান্ডে এই মানববন্ধনে পরিবারের স্বজনরা, শিক্ষক-শিক্ষার্থী ও কয়েকশ স্থানীয় বাসিন্দা অংশ নেন।
নিহতের বাবা সাইফুল ইসলামের অভিযোগ, ২০২১ সালের জুলাইয়ে সংঘটিত এই ঘটনার তিন বছর পেরিয়ে গেলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত করতে পারেনি।
অথচ ডিএনএ টেষ্টের মাধ্যমে সঠিক অপরাধীকে শনাক্ত করার প্রযুক্তিগত সহায়তা নেওয়ার মাধ্যমে সেটা করা যেত। কিন্তু তা না করে পুলিশ যাদের ধরেছিলো তাদের বিরুদ্ধেই চার্জশিট দিতে চাচ্ছে। এভাবে চার্জশিট দিলে তো পুলিশ যাদের দোষী বলছে তারা আইনে ফাকে বেড়িয়ে যাবে। তার মেয়ের হত্যার বিচারও ওখানেই শেষ হয়ে যাবে। সিআইডি তদন্ত করেও যদি প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় তাহলে মেয়ের হত্যার বিচারও তিনি আর পাবেন না।
তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিদর্শক মামুনর রশিদ জানান, এখন পর্যন্ত যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামগুলো বাদীর বলা মতে আসামি করা হয়েছে। ধর্ষণের ডিএনএ টেস্টে গ্রেপ্তার আসামিদের ডিএনএ টেস্টে ম্যাচিং করেনি। অপরাধীদের শনাক্তকরণে সিআইডি কাজ করছে।
"