নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জে নিজ ঘরে মিলল কিশোরীর ঝুলন্ত মরদেহ
হবিগঞ্জের নবীগঞ্জে নিজ ঘর থেকে রুম্পা পাল (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রুম্পা পাল নবীগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড জয়নগর গ্রামের অনন্ত পালের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানায়, নিহত রুম্পা পাল একটু জেদী প্রকৃতির মেয়ে। গত বুধবার সন্ধ্যায় খাবার নিয়ে তার মায়ের সঙ্গে অভিমান করে। পরে সন্ধ্যায় সে ঘরে প্রবেশ করে গলার সঙ্গে ফাসঁ লাগিয়ে আত্নহত্যা করে বলে ধারনা তাদের। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এদিকে লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকলেও পা মাটিতে লাগানো থাকায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি তাদের।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কামাল হোসেন পিপিএম জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ এ নিয়ে কাজ করছে।
"