জয়পুরহাট প্রতিনিধি
ভোটের তিন বছর পর আদালতের রায়ে ইউপি সদস্য সবুর
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রায় তিন বছর পরে আদালতের রায়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন আ. সবুর। নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সদর সিনিয়র সহকারী জজ ইফতেখার শাহরিয়ারের আদালত এই রায় ঘোষণা দেন। বাদীপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ ২ বছর ১১ মাস আগে ২০২১ সালের ১১ নভেম্বরের নির্বাচনে তিলকপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকে নিয়ে ৩ ভোটে পরাজিত হন আ. সবুর। সেই সময় নির্বাচনের ফলাফলে মামলার প্রতিপক্ষ মারুফ হাসান রনি ১ হাজার ২২৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের তিলকপুর ইউপির ভোটের ফলাফল প্রত্যাখান করে একটি কেন্দ্রর ভোট পুনঃগণনার জন্য আদালতে মামলা করেন। তিলকপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের মোট ২ হাজার ২৫৫টি ভোট ও বাতিলকৃত ৮৮টি ভোট মামলার উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে পুনর্গণনা করা হয়। এতে মামলার বাদী তালা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১৪টি ও বিবাদী ফুটবল প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১১টি ভোট। এতে মোট বৈধ ভোট ছিল ২ হাজার ২২৫টি ও অবৈধ ভোট ছিল ১০৮টি।
মামলার বাদী ও বিজয়ী ইউপি সদস্য আ. সবুর জানান, ২০২১ সালে ইউপি নির্বাচনে আমাকে অন্যায়ভাবে পরাজিত করা হয়। আমি আদালতে মামলা করলে দীর্ঘ শুনানির পর গত মঙ্গলবার ভোট গণনা শেষে আমাকে তিন ভোটে বিজয় ঘোষণা করা হয়। এই রায়ে আমি আনন্দিত।’
"