চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাগঞ্জ
চিরকুট রেখে এক রাতেই ১৭ মিটার চুরি
* চুরির পর মিটারের স্থানে মোবাইল নম্বর রেখে গেছে যোগাযোগের জন্য * আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি ক্ষুব্ধ ভুক্তভোগীরা
চাঁপাইনবাবগঞ্জে চিরকুটে মোবাইল ফোন নম্বর রেখে এক রাতেই কমপক্ষে ১৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার নিয়েছে গেছে চোররা। গত সোমবার রাতের বিভিন্ন সময়ে নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিটারগুলো চুরি হয়। পল্লীবিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার বিকাল পর্যন্ত গোমস্তাপুর থানায় চারটি অভিযোগ দিয়েছেন গ্রাহকরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, চোরদের রেখে যাওয়া মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই চোর ধরা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নাচোল উপজেলার আড্ডা মোড় থেকে গোমস্তাপুর উপজেলার চৌডালা পর্যন্ত সড়কের দুই ধারে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মিটারগুলো চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি যাওয়া মিটারগুলো রাইস মিল, করাতকলসহ উৎপাদনভিত্তিক প্রতিষ্ঠানের। যেগুলো পল্লীবিদ্যুৎ সমিতির শিল্প ক্যাটাগরির গ্রাহক হিসেবে সংযোগ পেয়েছিল। এই মিটারগুলো সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়াল ও বিদ্যুতের খুঁটিতে লাগানো থাকে। শিল্প ক্যাটাগরির মিটার গ্রাহককে নির্ধারিত মূল্য পরিশোধ করে পল্লীবিদ্যুৎ সমিতি থেকে কিনতে হয়। বাইরে থেকে এসব মিটার কেনার সুযোগ নেই।
ভুক্তভোগি গ্রাহকরা জানিয়েছেন, মিটার চুরি করে নিয়ে যাওয়ার সময় সেখানে একটি মোবাইল নম্বরসম্বলিত চিরকুট রেখে গেছে চোরচক্র। ওই নম্বরে যোগাযোগ করলে ১০ থেকে ১৫ হাজার টাকা দাবি করা হয়। দাবির টাকা দিলে মিটার ফেরত দিতে চায় তারা।
তারা জানান, মোবাইল নম্বর রেখে গিয়ে মিটার চুরি করছে চোরেরা। আবার হুমকিও দিচ্ছে গ্রাহকদের। অথচ পুলিশ তাদের কিছুই করতে পারছে না।
পল্লীবিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, বেশ কয়েকটি মিটার চুরির অভিযোগ পেয়েছি। গ্রাহকদের বলেছি থানায় জিডি করতে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এই চোরচক্রটি জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। এর আগে কয়েকজন ধরাও পড়েছিল।
নাচোল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহিম বলেন, মিটার চুরির বিষয়টি জেলা অফিসে জানানো হয়েছে। জেলা অফিস থেকে যে দিকনির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
"